০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

র‍‍্যাবের জালে আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৯:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব-৪ প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে ।

এছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীসহ খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায়  র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার এবং র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি যৌথ আভিযানিক দল বগুড়া জেলা  ধুনট থানা মাঠপাড়া এলাকা হতে আশুলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল @ পাগলা জুয়েল (৩৫)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

মঙ্গলবার র‍্যাব-৪ সিপিসি-২ এর গোয়েন্দা দল গোপন সূত্রে সংবাদ পায় যে,  ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়ায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। সংবাদ পেয়ে  ২৯/০৪/২০২৫ ইং তারিখ দুপুরে র‌্যাব-৪, সিপিসি-২ সাভার ক্যাম্পের  একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামি শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল @ পাগলা জুয়েল (৩৫)’এর সহযোগী শীর্ষ সন্ত্রাসী মো: মাসুদ(৩২)’কে ০১ টি বিদেশী পিস্তল,  ০১ টি ম্যাগাজিন, ০৩ টি তাজা গুলি, ০১টি চাইনিজ কুড়াল, ০১ টি চাপাতি, ০১ টি লোহার দা, ০১ টি লম্বা হাসুয়া সহ আটক করে এবং শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল @ পাগলা জুয়েল সহ তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে র‍্যাব-৪, সিপিসি-২,  সাভার ও র‍্যাব-১২, সিপিএসসি,  বগুড়া ক্যাম্পের যৌথ অভিযানে বগুড়া জেলা  ধুনট থানাধীন মাঠপাড়া এলাকা হতে শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল @ পাগলা জুয়েল (৩৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামি সহ পলাতক আসামিরা আন্ত:জেলা সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতির সাথে জড়িত। তাহারা আন্ত:জেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশী ও বিদেশী অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই,  চাঁদাবাজি,  বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক,  আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পন্যবাহী কাভার্ডব্যানে ডাকাতি করে থাকে।

উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ অপরাধের বিরুদ্ধে র‌্যাব এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

র‍‍্যাবের জালে আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৯:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব-৪ প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে ।

এছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীসহ খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায়  র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার এবং র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি যৌথ আভিযানিক দল বগুড়া জেলা  ধুনট থানা মাঠপাড়া এলাকা হতে আশুলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল @ পাগলা জুয়েল (৩৫)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

মঙ্গলবার র‍্যাব-৪ সিপিসি-২ এর গোয়েন্দা দল গোপন সূত্রে সংবাদ পায় যে,  ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়ায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। সংবাদ পেয়ে  ২৯/০৪/২০২৫ ইং তারিখ দুপুরে র‌্যাব-৪, সিপিসি-২ সাভার ক্যাম্পের  একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামি শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল @ পাগলা জুয়েল (৩৫)’এর সহযোগী শীর্ষ সন্ত্রাসী মো: মাসুদ(৩২)’কে ০১ টি বিদেশী পিস্তল,  ০১ টি ম্যাগাজিন, ০৩ টি তাজা গুলি, ০১টি চাইনিজ কুড়াল, ০১ টি চাপাতি, ০১ টি লোহার দা, ০১ টি লম্বা হাসুয়া সহ আটক করে এবং শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল @ পাগলা জুয়েল সহ তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে র‍্যাব-৪, সিপিসি-২,  সাভার ও র‍্যাব-১২, সিপিএসসি,  বগুড়া ক্যাম্পের যৌথ অভিযানে বগুড়া জেলা  ধুনট থানাধীন মাঠপাড়া এলাকা হতে শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল @ পাগলা জুয়েল (৩৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামি সহ পলাতক আসামিরা আন্ত:জেলা সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতির সাথে জড়িত। তাহারা আন্ত:জেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশী ও বিদেশী অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই,  চাঁদাবাজি,  বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক,  আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পন্যবাহী কাভার্ডব্যানে ডাকাতি করে থাকে।

উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ অপরাধের বিরুদ্ধে র‌্যাব এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।