
সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যা লি, শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে মাসিক সম্মানী, বিনামূল্যে চিকিৎসা, ন্যায্যমূল্যে রেশনিং, বাসস্থানের ব্যবস্থা, ন্যূনতম মজুরি নির্ধারণ ও বয়স্ক শ্রমিকদের জন্য ভাতা চালুর দাবি জানান। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, তারা এখনও সরকারী সুযোগ-সুবিধা থেকে অনেকাংশে বঞ্চিত।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
জাতীয়তাবাদী শ্রমিকদল ভূরুঙ্গামারী উপজেলা শাখা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংকলরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ অটোবাইক শ্রমিককল্যাণ সোসাইটি, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এবং নির্মাণ শ্রমিক ইউনিয়ন এদিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে।
পৃথক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসন উন্নয়ন ফোরামের আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ এবং শ্রমিকদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম মুক্তা প্রমুখ।