স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: রূপগঞ্জে একটি টেক্সটাইল কারখানায় গ্যাস রাইজারের আকস্মিক বিস্ফোরণে তিনজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং ও টেক্সটাইলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
আহতদের মধ্যে রয়েছেন ওই কারখানার নিরাপত্তা ইনচার্জ হান্নান, গার্ড কবির হোসেন এবং সিনিয়র অফিসার সাইফুল ইসলাম। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় গ্যাসের বাল্ব বন্ধ করা সম্ভব হয় এবং আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস রাইজারে ত্রুটির কারণেই এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে। এই ঘটনায় দগ্ধ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho