শেরপুর প্রতিনিধি: “আমার পুলিশ, আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ” আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান ও দৃষ্টান্তমূলক এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’’ পেলেন শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
১ মে বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম।
মোঃ আমিনুল ইসলাম শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত নানা সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। তিনি, মাদক উদ্ধার, ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অল্পদিনেই আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার স্বীকৃতি স্বরুপ পুলিশ সপ্তাহ ২০২৫ এ “পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’’ এ ভূষিত হয়েছেন।
দৃষ্টান্তমূলক ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি ব্যাজ’ পদকে ভূষিত হওয়ায় শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho