রাউফুর রহমান পরাগঃ ইতি মধ্যেই আমি সাভারে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। আমি যদি আগামী পৌর নির্বাচনে মেয়র হতে পারি তাহলে আপনাদের একটি সুন্দর স্বচ্ছ সাভার পৌরসভা উপহার দিবো। সেই লক্ষেই আমি কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতাই মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি।
শুক্রবার (২ মে ২০৫) সন্ধ্যায় সাভারের শিমুলতালার এম কে টাওয়ারের কনভেনশন হলে সংগীত একাডেমী সুর লহরীর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি এসময় আরো বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইনা। আমার কাজে কর্মে যদি মেয়র হিসেবে যোগ্য মনে হয় তাহলেই আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন এটাই আমার প্রত্যাশা।
এর আগে অনুষ্ঠানের ৩৩ প্রাউন্টের একটি কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম।
পরে সুর লহরী একাডেমির বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীর হাতে ৮০টি সম্মাননা সড়ক তুলে দেন আগত অতিথিরা।
সুর লহরীর চেয়ারম্যান রিপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি, ডক্টর মোঃ কামরুজ্জামান, গণী জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ দিলকুশা আহমেদ, ফিল্ম ডিরেক্টর ও সঙ্গীত শিল্পী শুভ্র খান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho