শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শনিবার সকাল ১১টায় শেরপুর জেলা শহরের সজবরখিলাস্থ জামায়াতে ইসলামীর কার্যালয়ে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল পরিচালক মোঃ মাহাতাব উদ্দিন। তাফসীর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা তরবিয়ত সেক্রেটারী মাহফুজুর রহমান।
বক্তব্য শেষে প্রধান অতিথি বাংলাদেশ কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম বাংলাদেশ কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি মোঃ রেজাউল করিম জাহাঙ্গীর, সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম (বাচ্চু), মোঃ আইয়ুব আলী, জামাল উদ্দিন, আবু সায়েম, সাধারণ সম্পাদক মোঃ রেদুয়ান ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সেতু জামান, আঃ মান্নান, মোকাম্মেল, সাংগঠনিক সম্পাদক মোঃ মুছা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়া, জুলহাস, সোহেল, জনি মিয়া, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইদুল, ট্রেড ইউনিয়ন সম্পাদক মুখলেছ, প্রচার ও প্রযুক্তি সম্পাদক ঝিল্লুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক নূর আলম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নয়ন, আইন-আদালত সম্পাদক কাশেম, সাহায্য ও পুর্নবাসন সম্পাদক মেরাজ মেম্বার, কর্মসংস্থান সম্পাদক আতাউর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল আমীন, কার্যকরি সদস্য দুলাল, নুরুল আলম, আঃ হাই, সোহেল, মিজান, লতিফ, আলমগীর, সাইফুল, হেলাল উদ্দিন।
এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, জেলা কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম জাহাঙ্গীর বলেন, জেলায় কৃষকগোষ্ঠী অনেক স্বপ্ন ও নায্য অধিকার আদায়ের জন্য জেলা কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন নামের সংগঠনটির যাত্রা শুরু করেছি। সকলই আমাদের কে সার্বিক বিষয়ে সহযোগীতা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho