০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম ব্রহ্মপূত্র নদে শুরু হলো ফেরি চলাচল

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

সহিদুল ইসলাম, বিভাগীয় প্রতিনিধি রংপুর: দীর্ঘ চার মাস ১১ দিন পর চালু হলো কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী ফেরী সার্ভিস বিআইডব্লিউটিসি‘র ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে গত বছরের ২৩ ডিসেম্বর ফেরি চলাচল বন্ধ হয়। ফলে ফেরি কুঞ্জলতা ও কদম দীর্ঘদিন ধরে রৌমারী ঘাটে পড়েছিল। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যানবাহন পাওয়া গেলে রৌমারী থেকে চিলমারী ঘাটের উদ্দেশে রওনা দিবে।

এদিকে ফেরি চলাচলের খবর পেয়ে উচ্ছ্বসিত কুড়িগ্রামের যানবাহন চালক ও মালিকরা।

কুড়িগ্রামের ব্যবসায়ী হায়দার আলী জানান, ফেরী চালু হওয়া খুশির খবর। এখন আর ঘুরপথে মালামাল পরিবহন করতে হবে না। ব্যবসায়ীরা নৌপথে দ্রুত মালামাল পরিবহন করতে পারবে।

ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের ট্রাকচালক রহমত আলী জানান, ফেরি বন্ধ থাকায় পাথরবোঝাই ট্রাক নিয়ে যাতায়াত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ফেরি চালু হলে এ পথে আরো সহজ এবং সাশ্রয় হবে।

বিআইডব্লিউটিএ’র কুড়িগ্রাম অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, নাব্যেতা সংকটের কারণে এতোদিন ফেরি বন্ধ ছিল। প্রায় ২৬ কিলোমিটার নৌ রুটে ড্রেজিং করা হয়। বর্তমানে ব্রহ্মপুত্র
নদের পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের উপযোগি হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

কুড়িগ্রাম ব্রহ্মপূত্র নদে শুরু হলো ফেরি চলাচল

প্রকাশের সময়ঃ ০৫:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

সহিদুল ইসলাম, বিভাগীয় প্রতিনিধি রংপুর: দীর্ঘ চার মাস ১১ দিন পর চালু হলো কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল।

বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী ফেরী সার্ভিস বিআইডব্লিউটিসি‘র ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে গত বছরের ২৩ ডিসেম্বর ফেরি চলাচল বন্ধ হয়। ফলে ফেরি কুঞ্জলতা ও কদম দীর্ঘদিন ধরে রৌমারী ঘাটে পড়েছিল। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যানবাহন পাওয়া গেলে রৌমারী থেকে চিলমারী ঘাটের উদ্দেশে রওনা দিবে।

এদিকে ফেরি চলাচলের খবর পেয়ে উচ্ছ্বসিত কুড়িগ্রামের যানবাহন চালক ও মালিকরা।

কুড়িগ্রামের ব্যবসায়ী হায়দার আলী জানান, ফেরী চালু হওয়া খুশির খবর। এখন আর ঘুরপথে মালামাল পরিবহন করতে হবে না। ব্যবসায়ীরা নৌপথে দ্রুত মালামাল পরিবহন করতে পারবে।

ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের ট্রাকচালক রহমত আলী জানান, ফেরি বন্ধ থাকায় পাথরবোঝাই ট্রাক নিয়ে যাতায়াত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ফেরি চালু হলে এ পথে আরো সহজ এবং সাশ্রয় হবে।

বিআইডব্লিউটিএ’র কুড়িগ্রাম অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, নাব্যেতা সংকটের কারণে এতোদিন ফেরি বন্ধ ছিল। প্রায় ২৬ কিলোমিটার নৌ রুটে ড্রেজিং করা হয়। বর্তমানে ব্রহ্মপুত্র
নদের পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের উপযোগি হয়েছে।