০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় দশম শ্রেণির ছাত্রীর বিষপানে মৃত্যু, মাদ্রাসার প্রিন্সিপাল আটক

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১০:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

 

রাউফুর রহমান পরাগঃ সাভারের আশুলিয়া থানাধীন এলাকায় হুরাইরা আক্তার কামনা (১৭) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৪ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় হাসপাতাল থেকে আশুলিয়ার জিরানী বাস স্ট্যান্ড এলাকার দারুল ইসলাহ মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল কাদেরকে আটক করেছে পুলিশ।

নিহত হুরাইরা আক্তার কামনা কিশোরগঞ্জের জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনিসুজ্জামানের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হুমাইরার সাথে মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল কাদেরের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার ওই মাদ্রাসা প্রিন্সিপাল আব্দুল কাদের কিশোরগঞ্জ থেকে হুমাইরাকে সাভারে নিয়ে আসেন। পরে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কাদের মুঠো ফোনে হুমাইরার পরিবারকে তার অসুস্থ হওয়ার খবর দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে হুমাইরার পরিবারের সদস্যরা হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রসার প্রিন্সিপাল আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।

এ ব্যপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস জানান, মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল কাদেরের সাথে নিহত শিক্ষার্থীর প্রেম ঘটিত বিষয়ে মনমালিন্য চলছিলো। এরই জের ধরে বিষ জাতীয় ক্ষতিকর কিছু পান করে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

আশুলিয়ায় দশম শ্রেণির ছাত্রীর বিষপানে মৃত্যু, মাদ্রাসার প্রিন্সিপাল আটক

প্রকাশের সময়ঃ ১০:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

রাউফুর রহমান পরাগঃ সাভারের আশুলিয়া থানাধীন এলাকায় হুরাইরা আক্তার কামনা (১৭) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৪ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় হাসপাতাল থেকে আশুলিয়ার জিরানী বাস স্ট্যান্ড এলাকার দারুল ইসলাহ মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল কাদেরকে আটক করেছে পুলিশ।

নিহত হুরাইরা আক্তার কামনা কিশোরগঞ্জের জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনিসুজ্জামানের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হুমাইরার সাথে মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল কাদেরের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার ওই মাদ্রাসা প্রিন্সিপাল আব্দুল কাদের কিশোরগঞ্জ থেকে হুমাইরাকে সাভারে নিয়ে আসেন। পরে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কাদের মুঠো ফোনে হুমাইরার পরিবারকে তার অসুস্থ হওয়ার খবর দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে হুমাইরার পরিবারের সদস্যরা হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রসার প্রিন্সিপাল আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।

এ ব্যপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস জানান, মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল কাদেরের সাথে নিহত শিক্ষার্থীর প্রেম ঘটিত বিষয়ে মনমালিন্য চলছিলো। এরই জের ধরে বিষ জাতীয় ক্ষতিকর কিছু পান করে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।