
শেরপুর প্রতিনিধ: শেরপুরে নিজ ধানের খোলার মাঠে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হাবিবুর রহমান তালুকদার ওরফে লেমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও জড়িত সকল আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেরপুর পৌরসভার ৯ ওয়ার্ডের সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন করা হয়। নিহত হাবিবুর রহমান লেমন পৌরসভার দিঘারপাড় এলাকার ধান চাউল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে।
রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন , নিহত হাবিবুর রহমানের বাবা গোলাম মোস্তফা তালুকদার, মা হাসনা বানু নিহতের চাচা লিয়াকত আলী মাস্টার ও এলাকাবাসী প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিঘারপাড় এলাকায় হাবিবুরের বাবার মালিকানাধীন চালকলের মাঠে কয়েকজন তরুণ ক্রিকেট খেলতে যান। এ সময় হাবিবুর তাঁদের ক্রিকেট খেলতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই তরুণেরা তাঁকে (হাবিবুর) ক্রিকেটের ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। শনিবার রাতে ঢাকার মহাখালী মেট্রোপলিটন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান মারা যান। এ ঘটনায় নিহত হাবিবুরের বাবা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ২ জন আসামি গ্রেপ্তার হলেও বাকি আসামি গুলো এখনো গ্রেপ্তার হয়নি। এতে নিহতের পরিবারে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বক্তারা হাবিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার ও আসামিদের দ্রুত বিচারসহ ফাঁসির দাবি জানান তাঁরা। কর্মসূচিতে তিন শতাধিক এলাকাবাসী অংশ নেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, হাবিবুর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।