
আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় মানিকগঞ্জে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।
আজ সোমবার (৫ মে) সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আদালত প্রাঙ্গনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ জেলা এই কর্মবিরতির আয়োজন করে।
কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে দীর্ঘদিন ধরেই এই সংকট মোকাবেলার চেষ্টা চলে আসছে। তবুও দৃশ্যমান কোন সুফল আমরা পাইনি। এর ফলে আমরা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছি। আমরা চাই দ্রুত এই সংকট সমাধান হোক নইলে এসোসিয়েশনের ব্যানারে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দিব।
এসময়, জেলা নাজির আব্দুল কাদের মোল্লা, চীফ জুডিশিয়াল আদালতের নাজির শামসুল কবির, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন শিকদার, জেলা জজ আদালতের নায়েব নাজির খাইরুল কবির, জেলা জজ আদালতের প্রধান তুলনাকারক আনিসুর রহমান, জেলা জজ আদালতের জারিকারক মোহাম্মদ সেলিম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জিয়াউল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্ট্যানোগ্রাফার মশিউর রহমান, নারী ও শিশু জেলা জজ আদালতের ব্রেঞ্চ সহকারি মোহাম্মদ আবুল হোসেন, জেলা জজ আদালতের ব্রেঞ্চ সহকারি মোহাম্মদ হারিসুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী মোহাম্মদ আল মামুন, সদর জজ আদালতের ব্রেঞ্চ সহকারি আব্দুর রাজ্জাক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তুলনা সহকারী মশিউর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।