০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্কুল শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের জাগীর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলামের উপর বর্বরোচিত হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে মানিকগঞ্জ সদর উপজেলা শিক্ষক-কর্মচারী সমাজ।

সোমবার (৫ মে) দুপুর একটার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাশিনাথ সরকার,খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান, বরুন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান এবং গড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক, কুমুল্লী উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মোঃ সলিম উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা জানান, গত ২৫ আগস্ট একদল দুষ্কৃতিকারী ও কিছু কতিপয় শিক্ষার্থী প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে মিছিল করে এবং তাকে স্কুল থেকে জোরপূর্বক বিতাড়িত করে। পরিস্থিতির অবনতি ঘটলে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনস্বার্থে গত ৫ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করেন। পরবর্তীতে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকায় দাখিল করা হয়।
তদন্তের ভিত্তিতে ২৭ এপ্রিল শিক্ষা বোর্ড রফিকুল ইসলামের বরখাস্তের আদেশ বাতিল করে তাকে পুনরায় স্বপদে বহালের আদেশ দেন। তিনি ২৮ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসারের কাছে যোগদান করেন এবং পরদিন স্কুলে গেলে পুনরায় একদল সন্ত্রাসী তাকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষক সমাজ বলেন, “আমাদের কোনো শিক্ষক যদি দোষী হন, তাহলে তার বিচার হোক। কিন্তু বিনা অপরাধে কোনো শিক্ষক-কর্মচারী সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হলে, তার প্রতিকার চাই। এমন পরিবেশে শিক্ষার স্বাভাবিক ধারা বিঘ্নিত হয়।”
তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

Tag :
About Author Information

জনপ্রিয়

মানিকগঞ্জে স্কুল শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৪:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের জাগীর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলামের উপর বর্বরোচিত হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে মানিকগঞ্জ সদর উপজেলা শিক্ষক-কর্মচারী সমাজ।

সোমবার (৫ মে) দুপুর একটার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাশিনাথ সরকার,খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান, বরুন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান এবং গড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক, কুমুল্লী উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মোঃ সলিম উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা জানান, গত ২৫ আগস্ট একদল দুষ্কৃতিকারী ও কিছু কতিপয় শিক্ষার্থী প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে মিছিল করে এবং তাকে স্কুল থেকে জোরপূর্বক বিতাড়িত করে। পরিস্থিতির অবনতি ঘটলে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনস্বার্থে গত ৫ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করেন। পরবর্তীতে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকায় দাখিল করা হয়।
তদন্তের ভিত্তিতে ২৭ এপ্রিল শিক্ষা বোর্ড রফিকুল ইসলামের বরখাস্তের আদেশ বাতিল করে তাকে পুনরায় স্বপদে বহালের আদেশ দেন। তিনি ২৮ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসারের কাছে যোগদান করেন এবং পরদিন স্কুলে গেলে পুনরায় একদল সন্ত্রাসী তাকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষক সমাজ বলেন, “আমাদের কোনো শিক্ষক যদি দোষী হন, তাহলে তার বিচার হোক। কিন্তু বিনা অপরাধে কোনো শিক্ষক-কর্মচারী সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হলে, তার প্রতিকার চাই। এমন পরিবেশে শিক্ষার স্বাভাবিক ধারা বিঘ্নিত হয়।”
তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।