
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় লিচুর বিচি গলায় আটকে রবিউল ইসলাম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রবিউল ওই গ্রামের রেজাউলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লিচু খাওয়ার সময় রবিউল অসাবধানতাবশত লিচুর বিচি গিলে ফেলে। বিচিটি গলায় আটকে গেলে শ্বাসরোধ হয়ে শিশুটি ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে রাত পৌণে নয়টার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক জানান, লিচুর বিচি শ্বাসনালিতে আটকে যাওয়ায় শিশুটির শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।
শিশুটির এই মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।