০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

জবি প্রতিনিধি, মোঃ রাসেল খান: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাজেট বৈষম্যের অভিযোগ তুলে চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ মে ২০২৪) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক ভবনের নিচে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “বৈষম্যের গদিতে, আগুন জ্বালো একসাথে”, “জবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “জবি নিয়ে বৈষম্য, মানি না মানবো না”, “বৈষম্যের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও”—এমন নানা স্লোগান দেন।

শিক্ষার্থীদের চার দফা দাবি:

1. ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।

2. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ ১০ মে’র মধ্যে শুরু করা।

3. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ।

4. আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর আবাসন সংকট রয়েছে। ক্লাসরুম সংকটসহ নানা অবকাঠামোগত দুর্বলতা শিক্ষার মানোন্নয়নে বাধা সৃষ্টি করছে। অথচ প্রতিষ্ঠার পর থেকেই বাজেট বরাদ্দে বৈষম্যের শিকার হয়ে আসছে জবি।”

শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামীকাল ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ইসরায়েলি হামলায় বেড়েই চলছে মৃত্যুর মিছিল, একদিনে ৭৮ জন নিহত 

চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০৬:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

জবি প্রতিনিধি, মোঃ রাসেল খান: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাজেট বৈষম্যের অভিযোগ তুলে চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ মে ২০২৪) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক ভবনের নিচে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “বৈষম্যের গদিতে, আগুন জ্বালো একসাথে”, “জবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “জবি নিয়ে বৈষম্য, মানি না মানবো না”, “বৈষম্যের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও”—এমন নানা স্লোগান দেন।

শিক্ষার্থীদের চার দফা দাবি:

1. ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।

2. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ ১০ মে’র মধ্যে শুরু করা।

3. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ।

4. আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর আবাসন সংকট রয়েছে। ক্লাসরুম সংকটসহ নানা অবকাঠামোগত দুর্বলতা শিক্ষার মানোন্নয়নে বাধা সৃষ্টি করছে। অথচ প্রতিষ্ঠার পর থেকেই বাজেট বরাদ্দে বৈষম্যের শিকার হয়ে আসছে জবি।”

শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামীকাল ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।