
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের গার্মেন্টস শিল্প আজ এক নতুন প্রত্যাশার দিগন্তে। পরিবর্তনের এই সন্ধিক্ষণে বিজিএমইএ ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন ঘিরে সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুন রেডিওওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফোরাম প্যানেলের প্রার্থী আসেফ কামাল পাশা।
অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও আধুনিক শিল্পব্যবস্থাপনায় তাঁর দক্ষতা ইতোমধ্যেই তৈরি করেছে অনন্য এক পরিচিতি। একজন প্রগতিশীল শিল্পোদ্যোক্তা হিসেবে আসেফ কামাল পাশা বিশ্বাস করেন — “শ্রমিকের ঘামে গড়া শিল্পের মর্যাদা ও সমৃদ্ধি নিশ্চিত করতে হবে আধুনিক দৃষ্টিভঙ্গি ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে।”
বিজিএমইএর এবারের নির্বাচনে “ফোরাম” প্যানেল থেকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদ হাসান খান (বাবু), রাইজিং ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। চট্টগ্রাম অঞ্চল থেকে নেতৃত্বে আছেন সেলিম রহমান (কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড)।
এই প্যানেলের অন্যতম মুখ্য প্রার্থী হিসেবে উঠে এসেছেন আসেফ কামাল পাশা। ফোরামের পক্ষ থেকে ইতোমধ্যেই সদস্যদের জন্য একটি সুদূরপ্রসারী রোডম্যাপ উপস্থাপন করা হয়েছে, যেখানে গুরুত্ব পেয়েছে—
-
টেকসই রপ্তানি প্রবৃদ্ধি
-
শিল্পে প্রযুক্তিনির্ভরতা
-
শ্রমিক কল্যাণ
-
ন্যায্য মজুরি ও নিরাপত্তা
-
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা
তিনি দীর্ঘদিন ধরে মুন রেডিওওয়্যার লিমিটেড-এর ব্যবস্থাপনায় নানামুখী উদ্ভাবন এনেছেন। কারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ, উন্নত শ্রমপরিবেশ গঠন ও সোশ্যাল কমপ্লায়েন্স মেনে চলার ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়। তিনি বলেন, “আমি কোনো রাজনৈতিক অবস্থানে নয়, বরং শিল্পকে সামনে এগিয়ে নিতে ক্ষুদ্র প্রচেষ্টা করছি।
ফোরাম প্যানেলের ৩৫ জন চূড়ান্ত প্রার্থীর মধ্যে আরও রয়েছেন —
কাজী মিজানুর রহমান (আদিবা অ্যাপারেলস), মো. শিহাব উদ্দিন চৌধুরী (এমিটি ডিজাইন), ইনামুল হক খান (অনন্ত গার্মেন্টস), মো. আব্দুল সালাম (এটিএস অ্যাপারেলস), বিদিয়া অমৃত খান (দেশ গার্মেন্টস), ফয়সাল সামাদ, রেজোয়ান সেলিম সহ আরও অনেকে। চট্টগ্রাম অঞ্চল থেকে রয়েছেন সাইফ উল্লাহ মানসুর, সাকিফ আহমেদ সালাম, মোহাম্মদ রফিক চৌধুরী প্রমুখ।