সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুর: দিনাজপুরের হিলির মাঠপাড়া গ্রামের জিয়াকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার প্রতিবাদে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অসামাজিক কাজে জড়িত সুখি, ফারুক ও তার পরিবারকে উচ্ছেদ ও তাদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার মাঠপাড়া গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিপুল সংখ্যক নারী ও পুরুষ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। মিছিলটি হিলির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
এতে বক্তারা বলেন, আমরা মাঠপাড়া গ্রামবাসী শান্তি চাই, কিন্তু এই সুখি ও ফারুক দম্পতি তারা মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। তাদের কর্মকাণ্ডে বাধা দিলেই মারধর চাকু মারাসহ বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করে। সর্বশেষ গ্রামের জিয়াকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে বর্তমানে সে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চাকুসহ তাদের আটক করে থানায় দিলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো তারাই আবার নীরিহ ৩৫ জন গ্রামবাসীর নামে মামলা দায়ের করেছে। অচিরেই দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা অন্যথায় থানা ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা।
এদিকে হাকিমপুর থানার পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম বলেন, মাঠপাড়ার মারামারির ঘটনায় দুই পক্ষই গত সোমবার রাতে মামলা করেছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho