আলোকিত কন্ঠ ডেস্কঃ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনও ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে। খবর বিবিসির।
পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে 'আজ শাহজাইব খানজাদা কে সাথ' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন, ভারত কিছু শহরকে দুই থেকে তিনবার টার্গেট করার চেষ্টা করেছে, অন্তত রাডারের ওপর দিয়ে, যাতে প্রয়োজন হলে এই শহরগুলোয় হামলা চালানো যায়।
তিনি আরও বলেন যে আক্রমণ ঠেকাতে কিছু শহরে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। ভারতকে হুঁশিয়ার বার্তা দিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা এর জন্য প্রস্তুত, এর চরম মূল্য দিতে হবে। ভারত যা করছে তা আমরা সহ্য করব না, বরং তার জবাব দেবো।
খাজা আসিফ বলেন, দুই সপ্তাহ আগে শুরু হওয়া সংকট এখনও শেষ হয়নি। তিনি বলেন, ভারত যদি কোনও কারণ বা প্রমাণ ছাড়াই পদক্ষেপ নিতে পারে, তাহলে আমরাও জবাব দেবো। পাকিস্তানকে এর জবাব দিতে হবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আমরা যদি এখন ভারতকে জবাব দেই, তাহলে আমাদের কাছে এর যুক্তিসঙ্গত যুক্তি আছে, কিন্তু আমরা ভারতে বেসামরিক নাগরিকদের টার্গেট করব না।
খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই পাল্টা আঘাত হানবে পাকিস্তান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho