
পার্থ রায়,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অনন্য অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ এর জেলা ও বিভাগীয় পর্যায়ের পর এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ক্যাটাগরিতে দ্বিতীয় নির্বাচিত হয়েছেন রাজবাড়ী জেলার কৃতি সন্তান ফরিদপুরের মধুখালী উপজেলার উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম।
ইতিপূর্বে তিনি ২০২৪ সালে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার সহ ২০১৭ সালে কুষ্টিয়ার কুমারখালী ও ২০১৮ সালে কুষ্টিয়ার মিরপুর এবং ২০১৯ সালে যশোর সদর উপজেলা হতে প্রাথমিক শিক্ষায় অনন্য অবদান রাখায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। বিভাগীয় পর্যায়ে পৃথক চারটি উপজেলা হতে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ার পর ২০২৪ সালে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ক্যাটাগরিতে দ্বিতীয় নির্বাচিত হলেন।
মো. সিরাজুল ইসলাম ৩০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম শ্রেণির নন-ক্যাডার হিসেবে ২০১২ সালে উপজেলা শিক্ষা অফিসার পদে যোগদান করেন। পেশাগত দক্ষতা,অভিজ্ঞতা, সততা ও নিষ্ঠার পাশাপাশি তাঁর রয়েছে আইন ও আইসিটি বিষয়ে বিশেষ পারদর্শিতা। প্রাথমিক শিক্ষা নিয়ে সৃজনশীল কার্যক্রম, বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত সঠিক সময়ে আগমন ও প্রস্থান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ, ঝরেপড়া রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ প্রাথমিক শিক্ষায় তাঁর উদ্ভাবনী ও সৃজনশীল কার্যক্রমের ফলে তাঁর কর্মরত উপজেলাগুলোতে প্রাথমিক শিক্ষায় ব্যাপকভাবে পরিবর্তন ও উন্নয়ন সাধিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপজেলা শিক্ষা অফিসে না এসেই অধিকাংশ সেবা ঘরে বসে পাওয়া নিশ্চিত করার ফলে তারা শ্রেণি কার্যক্রমে বেশি সময় দিতে পারায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হয়েছে। বিদ্যালয়গুলোতে লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করতে তাঁর বিশেষ অবদান রয়েছে। শিক্ষার্থীদের সাবলীলভাবে পঠন দক্ষতা অর্জনে তাঁর অসাধারণ ভূমিকা রয়েছে। উপজেলা শিক্ষা অফিসকে হয়রানিমুক্ত করে শিক্ষকদের দৈনন্দিন সেবাসমূহ নিশ্চিত করেছেন। উল্লেখ্য সিরাজুল ইসলাম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন।