আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় বিঞ্জান ও প্রযুক্তি মেলা।
বৃহসপতিবার ( ৮ মে) বিকালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে মাঠে পুরস্কার বিতরনীর মধ্যদিয়ে মধ্য দিয়ে শেষ হয় তিন দিন ব্যাপী অনুষ্ঠানের ।
সমাপনি দিনের প্রধান আকর্ষন ছিলো মানিকগঞ্জের কৃতিসন্তান তরুন বিঞ্জনী, জুলহাসে বিমান।জুলহাস তার নিজের তৈরি বিমান যমুনার চর হতে নদীর উপর দিয়ে আকাশে উড়িয়ে নতুন রেকর্ড করেছেন। বিঞ্জান মেলায় জুলহাসের বিমান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এছাড়া ও বিঞ্জান মেলায় ছিলো গনিত ক্যাম্প এবং গনিত অলিম্পিয়াড।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক ( যুগ্ন সচিব) ড.মানোয়ার হোসেন মোল্লা।
অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ,এনপিআই এর প্রিন্সিপাল ড.ফারুক হোসাইন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শাহানুুর ইসলাম প্রমুখ।
বৃহসপতি বার সকালে বিঞ্জানের উপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ।
বক্তারা বলেন,জুলহাস মানিকগঞ্জের ছেলে। সে নিজে বিমান বানিয়ে আকাশে উড়ে তাক লাগিয়েছেন পুরো দেশের মানুষকে। কিন্তু মানিকগঞ্জ জেলা শহর ও আশ-পাশের মানুষ অনলাইন,ইউটিউব,বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিমান উড়ার দৃশ্য দেখলেও বাস্তবে কাছে থেকে জুলহাস ও তার বিমান দেখার সুযোগ পায়নি। কিন্ত সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে অনুষ্টিত বিঞ্জাপন মেলায় জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লার বিশেষ সহযোগিতায় জুলহাসের এই বিমান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
জুলহাসের সৃষ্টি এই বিমান নিজ চোখে দেখতে সকল শ্রেনীরহাজার হাজার মানুষ দেবেন্দ্র কলেজ মাঠে ছুটে আসে। তারা নিজ জেলার সন্তানের এমন কৃতিত্ব দেখে মুগ্ধ হন।ম জুলহাসের সৃষ্টি এমন বিমানের কারনেই বিঞ্জান মেলাটি হয়ে উঠে সার্বজনিন মেলায়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho