
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজি: নং-২৩০২ এর অধীনে বৃহত্তর শিমরাইল (চিটাগাং রোড) সড়ক পরিবহন শ্রমিক পরিচালনা উপ-কমিটির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ মে) বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডস্থ সৌদি বাংলার সামনে বৃহত্তর এ কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বৃহত্তর শিমরাইল (চিটাগাং রোড) সড়ক পরিবহন শ্রমিক পরিচালনা উপ-কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিফাতুর রহমানের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: রিয়াজুল ইসলাম রিয়াজ এবং প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজি: নং-২৩০২ এর সাধারণ সম্পাদক হাকীম মো: রাজীব।