
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি আওয়ামী লীগের এক কর্মীকো গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (০৯ মে) সন্ধ্যায় আশুলিয়ার পবনারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রনি আহম্মেদ (৪০) আশুলিয়ার পূর্ব জামগড়ার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যে বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রনি আহমেদ। তিনিসহ গত ২৬ এপ্রিল আশুলিয়ার শ্রীপুর এলাকায় আওয়ামী লীগের পক্ষে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে ঝটিকা মিছিল করেন। এছাড়া, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের উস্কানিমূলক পোস্ট করতেন। আজ আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, সন্ধ্যায় অভিযান পরিচালনা করে রনি আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। তাকে আগামীকাল শনিবার আদালতে পাঠানো হবে।