
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ শুক্রবার (৯ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের হাজী আব্দুস সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার নায়েবে আমীর হুমায়ুন রফিকের সভাপতিত্বে উক্ত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ এবং প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ জামাল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক কর্মপরিষদ সদস্য আলহাজ¦ মো: আব্দুর রহমান ও সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার সেক্রেটারী হাবিবুর রহমান।