2:40 pm, Friday, 23 May 2025

নারায়ণগঞ্জ বিএনপি নেতার উপর সন্ত্রাসীদের হামলা, ৪ লাখ টাকা লুট

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ 07:28:04 pm, Saturday, 10 May 2025
  • 61 বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা জাকির সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময়

নগদ ৩ লাখ ২৪ হাজার টাকা ও ৭০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন
ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ মে) রাত ৭টায় সিদ্ধিরগঞ্জের ওমরপুর
বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতেই জাকির বাদী হয়ে শাহজালাল
ওরফে কালু (৪০), সোহেল (৩০), হিরু (৫৫), রবিন (৩৫), রিয়াদ (৩০) ও ফারুক (৩২)
নামে ৬ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
হামলার শিকার জাকির সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকার
আ: বাতেনের ছেলে। তিনি ১নং ওয়ার্ড বিএনপির সাবেক ত্রান বিষয়ক সম্পাদক
ছিলেন। আর অভিযুক্তরা হলো, সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের ওমরপুর এলাকার
সোলেমানের ছেলে শাহজালাল ওরফে কালু, সোহেল এবং একই এলাকার হিরু ও তার
ছেলে রবিন, রিয়াদ এবং একই এলাকার ফারুক।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৭টার দিকে বিবাদীগনসহ অজ্ঞাতনামা
অপরপক্ষগন সিদ্ধিরগঞ্জের ওমরপুর বটতলা এলাকায় পাকা রাস্তার উপর মারামরি করছিল।
আমি ঘটনাস্থল দিয়ে মোটর সাইকেলযোগে যাওয়ার সময় বিবাদীগন আমাকে
তাহাদের শত্রুপক্ষ মনে করে আমার মোটরসাইকেলের গতিরোধ করে কোন কিছু
বুঝে উঠার আগেই তারা আমাকে এলোপাথারী মারপিট করতে থাকে। বিবাদীগন
আমাকে টানা-হেচড়া করিয়া আইয়ুবনগর বালুর মাঠ এলাকায় নিয়ে পূনরায়
এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। আমি
মাটিতে পরিয়া গেলে বিবাদী সোহেল আমার পরনে থাকা প্যান্টের ডান পকেট
হতে গরুর হাটের ব্যবসার নগদ ৩ লাখ ২৪ হাজার টাকা নিয়ে যায়। বিবাদী রবিন
আমার গলায় থাকা ৭০ হাজার টাকা মূল্যের ৬ আনা ওজনের একটি স্বর্নের চেইন
নিয়ে যায়। এসময় আমার ডাক চিৎকারে আশ-পাশের লোকজন এস আমাকে উদ্ধার
করে। তখন বিবাদীগন সময় সুযোগ পাইলে আমাকে প্রানে মেরে ফেলবে বলিয়া
হুমকি দিয়া চলিয়া যায়। লোকজনের সহায়তায় খঁানপুর ৩০০ শয্যা বিশিষ্ট
হাসপাতাল হতে চিকিৎসা গ্রহণ করি।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম
জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

নারায়ণগঞ্জ বিএনপি নেতার উপর সন্ত্রাসীদের হামলা, ৪ লাখ টাকা লুট

প্রকাশের সময়ঃ 07:28:04 pm, Saturday, 10 May 2025

 

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা জাকির সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময়

নগদ ৩ লাখ ২৪ হাজার টাকা ও ৭০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন
ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ মে) রাত ৭টায় সিদ্ধিরগঞ্জের ওমরপুর
বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতেই জাকির বাদী হয়ে শাহজালাল
ওরফে কালু (৪০), সোহেল (৩০), হিরু (৫৫), রবিন (৩৫), রিয়াদ (৩০) ও ফারুক (৩২)
নামে ৬ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
হামলার শিকার জাকির সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকার
আ: বাতেনের ছেলে। তিনি ১নং ওয়ার্ড বিএনপির সাবেক ত্রান বিষয়ক সম্পাদক
ছিলেন। আর অভিযুক্তরা হলো, সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের ওমরপুর এলাকার
সোলেমানের ছেলে শাহজালাল ওরফে কালু, সোহেল এবং একই এলাকার হিরু ও তার
ছেলে রবিন, রিয়াদ এবং একই এলাকার ফারুক।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৭টার দিকে বিবাদীগনসহ অজ্ঞাতনামা
অপরপক্ষগন সিদ্ধিরগঞ্জের ওমরপুর বটতলা এলাকায় পাকা রাস্তার উপর মারামরি করছিল।
আমি ঘটনাস্থল দিয়ে মোটর সাইকেলযোগে যাওয়ার সময় বিবাদীগন আমাকে
তাহাদের শত্রুপক্ষ মনে করে আমার মোটরসাইকেলের গতিরোধ করে কোন কিছু
বুঝে উঠার আগেই তারা আমাকে এলোপাথারী মারপিট করতে থাকে। বিবাদীগন
আমাকে টানা-হেচড়া করিয়া আইয়ুবনগর বালুর মাঠ এলাকায় নিয়ে পূনরায়
এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। আমি
মাটিতে পরিয়া গেলে বিবাদী সোহেল আমার পরনে থাকা প্যান্টের ডান পকেট
হতে গরুর হাটের ব্যবসার নগদ ৩ লাখ ২৪ হাজার টাকা নিয়ে যায়। বিবাদী রবিন
আমার গলায় থাকা ৭০ হাজার টাকা মূল্যের ৬ আনা ওজনের একটি স্বর্নের চেইন
নিয়ে যায়। এসময় আমার ডাক চিৎকারে আশ-পাশের লোকজন এস আমাকে উদ্ধার
করে। তখন বিবাদীগন সময় সুযোগ পাইলে আমাকে প্রানে মেরে ফেলবে বলিয়া
হুমকি দিয়া চলিয়া যায়। লোকজনের সহায়তায় খঁানপুর ৩০০ শয্যা বিশিষ্ট
হাসপাতাল হতে চিকিৎসা গ্রহণ করি।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম
জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।