
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ার পলাশ বাড়ি কামাল গার্মেন্টসের পাসের পুকুর থেকে দুই শিশুর লাস উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশু দুটি।
বুধবার (১৪ মে) সকালে স্থানীয়রা পুকুরে দুইটি শিশুর লাস দেখতে পেয়ে পুলিশে জানালে সকাল ৯ টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহত লিমন হোসেন (১০) পাবনা জেলার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং মানিক হোসেন (৮) জামালপুর জেলার মাদারগঞ্জ থানারর জিয়াউল হোসেনের ছেলে। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় দারুলউলুম মডেল মাদ্রাসায় পড়াশোনা করতো।
নিহতের মানিক হোসেনের বাবা জানান, গতকাল রাত থেকে তার ছেলেকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও তার সন্ধান মেলেনি। সকালে মানুষের কাছে জানতে পারেন পুকুরে লাস পাওয়া গেছে। এরপর তারা ছুটে গিয়ে বাসার পাশের পুকুরে দুটি শিশুর মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন।
আশুলিয়া থানার উপ পরিদর্শক সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়ণাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে