
জবি প্রতিনিধি, মোঃ রাসেল খান: ২০ বছর ধরে বৈষম্যের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধি, আবাসন সংকট সমাধানসহ একাধিক যৌক্তিক দাবি নিয়ে “লং মার্চ টু যমুনা” কর্মসূচির অংশ হিসেবে আজ ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
শান্তিপূর্ণ এই সমাবেশ যখন কাকরাইল মসজিদের সামনে পৌঁছে, তখন পুলিশ কোনও ধরনের উসকানি ছাড়াই টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পুলিশের ছোড়া টিয়ারশেলে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে অনেকের বুকে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের তাৎক্ষণিকভাবে আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্তারিত আসতেছে…