রাউফুর রহমান পরাগঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য ফ্রী হেপাটাইটিস বি ভেকসিনেশন প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় এ প্রোগ্রাম এর আয়োজন করে জাবি ছাত্রদল।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসীম আহমেদ অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ভেকসিনেশন প্রোগ্রাম এর উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho