শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলা প্রশাসনের জরুরি সভায় হিমসাগর আম ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার (১৫ মে) থেকে গাছ থেকে সংগ্রহ ও বাজারজাত করা যাবে হিমসাগর আম।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর এক জরুরি সভায় বসে। সেখানে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করেই বাজারে আম বাজারজাত করেন বিক্রেতারা। তবে’ তাদের অভিযোগ প্রশাসনের আম সংগ্রহের নির্দেশনা ২১ মে দেয়া হলেও তার আগেই গাছে আম পরিপক্ক হয়ে ঝরে পড়ছে। সে জন্য বাধ্য হয়ে বাজারে আম তুলছেন তারা। এছাড়া চাহিদানুযায়ী দাম না পাওয়ারও অভিযোগ করেছেন চাষীরা।
বুধবার (১৪ মে) শার্শার বেলতলা বাজারে গিয়ে দেখা যায়, হিমসাগর আমে বাজার সয়লাব। প্রতি মণ হিমসাগর আম বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ২২০০ টাকায়। তবে এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা। তারা জানান, এই আম কয়েকদিন আগে বাজারে তুলতে পারলে ২৫০০ থেকে ৩০০০ টাকায় প্রতি মণ বিক্রি হতো।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho