০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২য় দিনেও জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 

জবি প্রতিনিধি, মোঃ রাসেল খান: ১৫ মে ২০২৫, প্রথম দিনের হামলার প্রতিবাদে এবং ৩ দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সকাল থেকেই কাকরাইল মসজিদ মোড়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) প্রথম দিনের কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে, যাতে শিক্ষক ও শিক্ষার্থী সহ শতাধিক আহত হন বলে জানা গেছে।

হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি উপস্থাপন করছিলাম। কিন্তু আমাদের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।”

তারা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। একই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।

অন্যদিকে, শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষকদের একাংশ।

Tag :
About Author Information

জনপ্রিয়

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটি ঘোষণা জাবি প্রতিনিধি

২য় দিনেও জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত

প্রকাশের সময়ঃ ০৪:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

 

জবি প্রতিনিধি, মোঃ রাসেল খান: ১৫ মে ২০২৫, প্রথম দিনের হামলার প্রতিবাদে এবং ৩ দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সকাল থেকেই কাকরাইল মসজিদ মোড়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) প্রথম দিনের কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে, যাতে শিক্ষক ও শিক্ষার্থী সহ শতাধিক আহত হন বলে জানা গেছে।

হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি উপস্থাপন করছিলাম। কিন্তু আমাদের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।”

তারা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। একই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।

অন্যদিকে, শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষকদের একাংশ।