আলোকিত কন্ঠ ডেস্কঃ ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তেহরানও শর্তাবলীতে কিছুটা সম্মত হয়েছে। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (মে ১৬) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
ট্রাম্প বলেন, “দীর্ঘমেয়াদী শান্তির জন্য আমরা ইরানের সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করছি। ”
তবে ইরানি সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় এখনও কিছু দূরত্ব রয়েছে যা পূরণ করা সম্ভব।
এর আগে গত রবিবার (১১ মে) চতুর্থ দফার আলোচনার সময় ট্রাম্প প্রশাসন ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছিল।
এদিকে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছেন, কয়েক দশক ধরে চলমান পারমাণবিক বিরোধ সমাধানের জন্য তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনও নতুন প্রস্তাব পায়নি।
তিনি আরও বলেন, ইরান তার মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের সাথে কখনও আপস করবে না।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho