
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের প্লাটফর্ম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব নারায়ণগঞ্জ (জুসান) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে আছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নাজমুস সাদাত রুমি এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আইন ও বিচার বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মো.শুভ।
আজ শুক্রবার (১৬ই মে) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নাম্বার গ্যালারি কক্ষে জুসান-কর্তৃক আয়োজিত -এর পরিচালনা পর্ষদ (২০২৫-২৬) ঘোষণা করেন, সদ্য সাবেক সভাপতি শ্রুতি মল্লিক এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান অন্তিম
নবগঠিত এই কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন, তাসনিম জিনাত, আঞ্জুমান ইকরা,তানভীর হাসান তন্ময়,শিহাব উদ্দীন সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন,মুস্তাকিম মাহমুদ উৎস,মো.কাউসার,বর্ণিতা সাহা
এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. ফাহিমুর রহমান ,সহ-সাংগঠনিক সম্পাদক,শরীফুল ইসলাম,জাহিদ হাসান,সাদিয়া আক্তার ইমু,মো.সাইফুল আলম,কোষাধ্যক্ষ সায়মা আক্তার দিয়া,সহ-কোষাধ্যক্ষ মো.খায়রুল ইসলাম নিউটন,দপ্তর সম্পাদক জিমাত মনির, ক্রীড়া সম্পাদক এস এম মাসুদ,সংস্কৃতি বিষয়ক সম্পাদক মারিয়া রহমান মীম,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল রাফি।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো.শুভ বলেন, “আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব দেওয়া হয়েছে, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি সর্বোচ্চ চেষ্টা করবো জুসানকে সবার সম্মিলিত প্রয়াসে আরও সুসংগঠিত ও কার্যকর করে গড়ে তুলতে। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”