
এবি,আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে”আধুনিক প্রযুক্তি ও ডিজিটালাইজেশন কৃষি বান্ধব শষ্য গুদাম ব্যবস্থাপনায় নতুন দিগন্ত ‘ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ মে) বেলা ১১ টার দিকে মানিকগঞ্জের বেউথা সরকারি সমন্বিত ভবনে একর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শষ্য গুদাম আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন প্রকল্পের আওতায় আয়োজিত
কর্মশালায় কৃষি বিপণন অধিদপ্তরের প্রকল্প পরিচালক ফাতেমা ওয়াদুদ সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক দেবাশীষ সরকার।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএস এম গোলাম হাফিজ বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পেতে হলে প্রয়োজন সংরক্ষণ ব্যাবস্থা বৃদ্ধি করা।
অপর দিকে প্রান্তিক কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রান্তিক কৃষকদের মাঝে ঋণ প্রদান কর্মসূচী আরো বৃদ্ধি করতে হবে।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা, কৃষি বিপণন অধিদপ্তর ঢাকা খামার বাড়ীর পরিচালক (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ মুসলিম, কৃষি বিপণন অধিদপ্তর ঢাকা বিভাগের উপ-পরিচালক মোঃ মফিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ অফিসের উপ-পরিচালক ডা.রবীআহ নূর আহমেদ, মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল আল মামুন, কৃষি বিপণন জেলা কর্মকর্তা মোরশেদ আল মামুন।
কর্মশালায় কৃষকরা অল্প সুদে ঋণের ব্যবস্থা ও ঋণের সুদের হার কমানো, ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি দেওয়ার দাবি জানান তারা।