শেরপুর প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট সংগীতচর্চা ও প্রসারে নিবেদিত সংগঠন নজরুল সংগীত শিল্পী পরিষদের শেরপুর জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজিত মোস্তফা , নির্বাহী সভাপতি ফেরদৌস আরা ও সাধারণ সম্পাদক শহীদ কবির পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয় ৷
নতুন কমিটির সভাপতি হিসেবে মোঃ আলীমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দেওয়ান মোহাম্মদ এনামুল হক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহসভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংস্কৃতিক সম্পাদক, প্রচার সম্পাদক, কার্যকরী সদস্যসহ মোট ২১ জন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
জেলার দায়িত্বপ্রাপ্ত শিল্পীরা বলেন, 'নজরুল সংগীত শুধু সংগীত নয়, এটি একটি চেতনার বহিঃপ্রকাশ। তরুণ প্রজন্মকে এই সঙ্গীতের অনন্য মাধুর্য ও প্রতিবাদী সত্তার সঙ্গে পরিচিত করানোর দায়িত্ব আমাদের।'
নবগঠিত কমিটি আগামী তিন বছর জেলার বিভিন্ন স্থানে নজরুল সংগীত প্রশিক্ষণ, প্রতিযোগিতা, গবেষণা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। পাশাপাশি নজরুলের জীবন ও সাহিত্য বিষয়ক সেমিনার ও আলোচনা সভাও আয়োজন করা হবে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho