5:12 am, Friday, 23 May 2025

ফিন্যান্স বিভাগের ঢাবিয়ান শিক্ষক আন্দোলনে দাঁড়িয়ে বুঝলেন–জবিয়ান মানেই রক্তে লেখা বন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ 10:56:34 pm, Saturday, 17 May 2025
  • 298 বার পড়া হয়েছে

 

মোঃ রাসেল খান,জবি প্রতিনিধি: তিন দফা দাবিতে শেষ হওয়া তিন দিনের আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সাহস, ঐক্য এবং আত্মত্যাগে অভিভূত হয়েছেন অনেকেই। এমনই এক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়-জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করা ফিন্যান্স বিভাগের শিক্ষক শেখ আলমগীর হোসাইন।

তিনি জানান, “গত তিনদিন জবিয়ানদের সঙ্গে রাস্তায় থেকে আমি মুগ্ধ। কোনটা রেখে কোনটা বলব বুঝতে পারছি না। জবিয়ানদের একতা, সহমর্মিতা, কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ আর আত্মনিবেদন আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে।”

শিক্ষকের ভাষায়, জবিয়ানরা যেন বিপদের সময় একে অপরের জন্য মানবঢাল হয়ে দাঁড়ায়। এ ধরনের সহযোদ্ধার মনোভাব বর্তমান সমাজে বিরল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অভিজ্ঞতা থেকে তিনি তুলনা করে বলেন, “ঢাবিয়ানরা হয়তো এগিয়ে আসতেও পারে, আবার নাও পারে। কিন্তু জবিয়ানদের মত ঝাঁপিয়ে পড়বে কিনা, তা নিয়ে আমার সন্দেহ আছে।”

তিনি আরও বলেন, “আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে, এমন অকুতোভয় জবিয়ানদের একজন ক্ষুদ্র শিক্ষক হতে পেরেছি। তবে আফসোস হয় এই ভেবে যে আমি নিজে জবিয়ান নই। কারণ জবিয়ান হওয়া শুধু ভাগ্যের নয়, এটা গর্বেরও ব্যাপার।”

তার মতে, শুধু মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়, কিন্তু জবিয়ান হতে হলে দরকার বৃহৎ হৃদয় এবং সহমর্মিতায় পরিপূর্ণ এক আত্মা, যে বিপদের সময় বুক পেতে দিতে দ্বিধা করে না।

শেষে তিনি উল্লেখ করেন, “এমন আত্মা থাকলে পৃথিবীও জয় করা সম্ভব—যার প্রমাণ আমরা জগন্নাথের বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখেছি। জয়তু জবিয়ান।”

Tag :
About Author Information

জনপ্রিয়

ফিন্যান্স বিভাগের ঢাবিয়ান শিক্ষক আন্দোলনে দাঁড়িয়ে বুঝলেন–জবিয়ান মানেই রক্তে লেখা বন্ধন

প্রকাশের সময়ঃ 10:56:34 pm, Saturday, 17 May 2025

 

মোঃ রাসেল খান,জবি প্রতিনিধি: তিন দফা দাবিতে শেষ হওয়া তিন দিনের আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সাহস, ঐক্য এবং আত্মত্যাগে অভিভূত হয়েছেন অনেকেই। এমনই এক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়-জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করা ফিন্যান্স বিভাগের শিক্ষক শেখ আলমগীর হোসাইন।

তিনি জানান, “গত তিনদিন জবিয়ানদের সঙ্গে রাস্তায় থেকে আমি মুগ্ধ। কোনটা রেখে কোনটা বলব বুঝতে পারছি না। জবিয়ানদের একতা, সহমর্মিতা, কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ আর আত্মনিবেদন আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে।”

শিক্ষকের ভাষায়, জবিয়ানরা যেন বিপদের সময় একে অপরের জন্য মানবঢাল হয়ে দাঁড়ায়। এ ধরনের সহযোদ্ধার মনোভাব বর্তমান সমাজে বিরল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অভিজ্ঞতা থেকে তিনি তুলনা করে বলেন, “ঢাবিয়ানরা হয়তো এগিয়ে আসতেও পারে, আবার নাও পারে। কিন্তু জবিয়ানদের মত ঝাঁপিয়ে পড়বে কিনা, তা নিয়ে আমার সন্দেহ আছে।”

তিনি আরও বলেন, “আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে, এমন অকুতোভয় জবিয়ানদের একজন ক্ষুদ্র শিক্ষক হতে পেরেছি। তবে আফসোস হয় এই ভেবে যে আমি নিজে জবিয়ান নই। কারণ জবিয়ান হওয়া শুধু ভাগ্যের নয়, এটা গর্বেরও ব্যাপার।”

তার মতে, শুধু মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়, কিন্তু জবিয়ান হতে হলে দরকার বৃহৎ হৃদয় এবং সহমর্মিতায় পরিপূর্ণ এক আত্মা, যে বিপদের সময় বুক পেতে দিতে দ্বিধা করে না।

শেষে তিনি উল্লেখ করেন, “এমন আত্মা থাকলে পৃথিবীও জয় করা সম্ভব—যার প্রমাণ আমরা জগন্নাথের বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখেছি। জয়তু জবিয়ান।”