8:41 pm, Friday, 23 May 2025

বেনাপোলে মাটিবাহী ট্রাক্টরের চাপায় ৫ম শ্রেণির ছাত্র ওমর ফারুকের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ 02:31:10 pm, Monday, 19 May 2025
  • 108 বার পড়া হয়েছে

 

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে মাটিবাহী ট্রাক্টরের চাপায় ৫ম শ্রেণির ছাত্র ওমর ফারুক (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) সকালে উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালি কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক সকালে নানার বাড়ি শিকড়ীগ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে তার নিজ বাড়ী কৃষ্ণপুর গ্রামে আসছিলো। পথিমধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ীর সামনে পৌছালে গোগা দিক থেকে আসা একটি দ্রুতগামী মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অপরদিকে একটি সূত্র বলছে, শার্শা উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে একটি চক্র। আর তা বহনের কাজে ব্যবহৃত হচ্ছে ‘দত্তদানব’ খ্যাত অবৈধ ট্রাক্টর। যার ফলে প্রতিনিয়ত সড়ক ও গ্রামগঞ্জের রাস্তায় ঘটছে দুর্ঘটনা’ ঝরছে নতুন নতুন তাজা প্রাণ।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাদী না থাকায় নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বেনাপোলে মাটিবাহী ট্রাক্টরের চাপায় ৫ম শ্রেণির ছাত্র ওমর ফারুকের মৃত্যু

প্রকাশের সময়ঃ 02:31:10 pm, Monday, 19 May 2025

 

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে মাটিবাহী ট্রাক্টরের চাপায় ৫ম শ্রেণির ছাত্র ওমর ফারুক (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) সকালে উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালি কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক সকালে নানার বাড়ি শিকড়ীগ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে তার নিজ বাড়ী কৃষ্ণপুর গ্রামে আসছিলো। পথিমধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ীর সামনে পৌছালে গোগা দিক থেকে আসা একটি দ্রুতগামী মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অপরদিকে একটি সূত্র বলছে, শার্শা উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে একটি চক্র। আর তা বহনের কাজে ব্যবহৃত হচ্ছে ‘দত্তদানব’ খ্যাত অবৈধ ট্রাক্টর। যার ফলে প্রতিনিয়ত সড়ক ও গ্রামগঞ্জের রাস্তায় ঘটছে দুর্ঘটনা’ ঝরছে নতুন নতুন তাজা প্রাণ।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাদী না থাকায় নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।