
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)-এর আয়োজনে “বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস ২০২৫” উপলক্ষে অনুষ্ঠিত প্রদর্শনীতে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (CRP)-এর উদ্ভাবন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের পুনর্বাসন প্রকৌশলী শোভন পারভেজ।
শনিবার (১৭ মে) প্রদর্শনীতে তিনি স্বয়ংক্রিয় স্ট্যান্ডিং হুইলচেয়ার এবং এক্সোস্কেলিটন রোবটিক ওয়াকার-এর মতো উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করেন, যা প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী চলাচলে সহায়তা করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ফাইয আহমাদ তাইয়েব, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তাঁরা CRP-এর উদ্ভাবনী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সরকারিভাবে a2i-এর সঙ্গে ভবিষ্যতে কাজ করার আহ্বান জানান।
শোভন পারভেজ জানান, “অত্যন্ত স্বল্প সময়ে প্রশাসনিক সহযোগিতা ছাড়া এই সফল অংশগ্রহণ সম্ভব হতো না। আমি কৃতজ্ঞ CRP-এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সোহরাব হোসেন স্যার এবং প্রশাসনিক সহায়তার জন্য অ্যাডভোকেট জিয়াউল হক খান, ডেপুটি জেনারেল ম্যানেজার (IGA), CRP-র প্রতি। তাঁদের দ্রুত সমন্বয় এবং উৎসাহ আমাকে জাতীয় পর্যায়ে CRP-এর উদ্ভাবন তুলে ধরতে সহায়তা করেছে।”
এই অংশগ্রহণ CRP-এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে দেশের পুনর্বাসন প্রযুক্তির প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।