পার্থ রায়,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরে মধুখালী উপজেলাতে সরক দূর্ঘটনায় এক অজ্ঞাত যুবকের মৃতু হয়েছে।
রবিবার (১৮ মে) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন এলাকায় ঢাকা- খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানা পুলিশ জানায় , নিহত যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃতদেহটি ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল।
এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ব্যবহৃত এক জোড়া জুতা, যা থেকে পরিচয় শনাক্ত করা যাবে বলে আশা করছে পুলিশ। বর্তমানে মৃতদেহটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, “মৃতদেহের পরিচয় শনাক্তের জন্য ফরিদপুর সিআইডি পুলিশের সহায়তায় কাজ চলছে। শনাক্তের পর মৃতদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
পুলিশের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি মৃতদেহ বা জুতার ভিত্তিতে মৃতদেহ শনাক্ত করতে সক্ষম হন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho