
জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রামে ব্লাড স্ক্রিনিং করতে আসা গুরুতর আহত শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ছাত্রদল নেতা শাহ মো: ফয়সাল হোসেন।
গত সোমবার শাখা ছাত্রদলের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রামে ব্লাড স্ক্রিনিং করতে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫৩ ব্যাচের এক ছাত্রী। এ সময় তিনি ৭ নং বুথে ব্লাড সেম্পল দিয়ে ক্যাফেটেরিয়ার ঢাল দিয়ে উঠে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে গিয়ে মুখে গভীরভাবে আঘাতপ্রাপ্ত হন। তৎক্ষণাৎ ক্যাম্পাসের অ্যাম্বুলেন্স কল করেন জাবি ছাত্রদলের ২ নং যুগ্ম আহ্বায়ক মো: ফয়সাল হোসেন। ওই শিক্ষার্থীকে প্রথমে ডক্টর’স টিমের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে এনাম মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় এবং চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করেন ছাত্রদল নেতা মো. ফয়সাল হোসেন।
এই বিষয়ে একই বিভাগের শিক্ষার্থী এবং ওই ছাত্রীর সহপাঠী হাওলাদার সাইদুর বলেন, সোমবার দুপুর ২ টার দিকে আমি এবং আমার বন্ধু মীম ছাত্রদলের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রামে যাই। তখন ব্লাড সেম্পল দেওয়া শেষে আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ঢাল দিয়ে উঠার সময় মীম একটু অসুস্থ বোধ করে এবং এক পর্যায়ে সে মাথা ঘুরে পরে গিয়ে থুতনিতে গুরুতর ব্যাথা পায়। পরবর্তীতে তাকে আমি এবং ছাত্রদল ভাইদের সহযোগিতায় এনাম মেডিকেল এ নিয়ে যাই। চিকিৎসার সম্পূর্ণ খরচ ফয়সাল ভাই বহন করে। ওর ফ্যামিলিকে কোনো টাকা খরচ করতে হয়নি। চিকিৎসা চলাকালীন পুরো সময় ওর সাথে আমি এবং ছাত্রদলের ফয়সাল ও আলোক ভাই ছিলেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল হোসেন বলেন, এক শিক্ষার্থী হেপাটাইটিস বি টিকা নিতে এসে সিড়ি দিয়ে উঠতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। সাথে সাথে তার প্রাথমিক চিকিৎসা দিয়ে এনাম মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি এবং তার সকল ব্যয়ভার বহন করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে।