শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে অস্ত্র ও ডাকাতিসহ ৪মামলার জেল পলাতক হাজতী বিপ্লব সাংমা(৩৭)'কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২০মে) দিবাগত রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত বছরের ৫আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে ৫১৮জন হাজতী ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনায় র্যাব-১৪,জামালপুর কোম্পানি, শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে পলাতক হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে।
এরি ধারাবাহিকতায় র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হাজতী নং-৩৫৮৩/১৮, বিপ্লব সাংমা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে র্যাব-১৪ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে জেল পলাতক হাজতী বিপ্লব সাংমাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হাজতী বিপ্লব সাংমাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বুধবার দুপুরে জন্য ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho