শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ৮১বোতল বিদেশী মদ, ১টি পিকআপ সহ মো. আব্বাস আলী (২০) ও মো. শহিদুল ইসলাম (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২১মে) ভোরে তাদেরকে উপজেলার খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্বাস আলী উপজেলার নলকুড়া এলাকার আজাদ হোসেনের ছেলে এবং শহিদুল ইসলাম গজারীপাড়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর জেলার ঝিনাইগাতীর সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে পিকআপ যোগে রওনা করেছে এমন সংবাদের প্রেক্ষিতে ঝিনাইগাতীর খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকান সংলগ্ন পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপ আটক করা হয়। এসময় পিকআপের চালক ও চালকের পাশে বসা আব্বাস আলী ও শহিদুলকে আটক করে। পরে তাদের হেফাজত থাকা ৮১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২লাখ ৪০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বুধবার দুপুরে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho