বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শায় ৭ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযুক্ত আসামী সিরাজ মিস্ত্রি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করেন বলে জানায় পুলিশ।
আজ বুধবার বেলা ১২ টার সময় শার্শা থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি সিরাজ মিস্ত্রি শার্শা উপজেলার বাগআঁচড়া উজ্জ্বলপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে ধর্ষণের শিকার শিশুটির মা গত মঙ্গলবার (২০ মে) সন্ধায় বাদী হয়ে শার্শা থানায় একটি এজাহার দায়ের করেন। পরে পুলিশ বিষয়টি আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায়, গোপন ও প্রকাশ্যে তদন্ত করে অভিযুক্ত সিরাজ মিস্ত্রিকে আটক করতে সক্ষম হন।
শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম. রবিউল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে, বুধবার দুপুরে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho