4:27 am, Friday, 23 May 2025

কবিতা:- অর্থ

আশরাফুল মাকলুকাত মানুষ সৃষ্টির সেরা জীব,
ভূমিষ্ট হ্ওয়ার পর ধনী, গরীব নেই কোন ভেদাভেদ সেই শিখা সেই প্রদীপ।

জন্ম হোক যথা তথা কর্মে যদি না হয় স্বয়ংসম্পূর্ণ,
এই কথার ভিত্তি নাই যদি না থাকে অর্থ।

অর্থের জন্য কেই করে চুরি চামারি, কেই করে টাকা পাচার,
রাঘব বোয়াল পালিয়ে যায়, পাতি নেতা খায় মার।

যার কাছে আছে অর্থ সে মনে করে আমিই দেশের রাজা,
এ দেশের হাজারো নারী ধর্ষন হয়, অর্থের মোহে পড়ে প্রভাবশালীর হয়না কোন সাজা।

যার কাছে অর্থ আছে তার কদর আছে হোক না সে মূর্খ,
শিক্ষিত লোক সমাজের কীট যদি না থাকে অর্থ।

Tag :
About Author Information

জনপ্রিয়

কবিতা:- অর্থ

প্রকাশের সময়ঃ 10:41:53 pm, Thursday, 22 May 2025

আশরাফুল মাকলুকাত মানুষ সৃষ্টির সেরা জীব,
ভূমিষ্ট হ্ওয়ার পর ধনী, গরীব নেই কোন ভেদাভেদ সেই শিখা সেই প্রদীপ।

জন্ম হোক যথা তথা কর্মে যদি না হয় স্বয়ংসম্পূর্ণ,
এই কথার ভিত্তি নাই যদি না থাকে অর্থ।

অর্থের জন্য কেই করে চুরি চামারি, কেই করে টাকা পাচার,
রাঘব বোয়াল পালিয়ে যায়, পাতি নেতা খায় মার।

যার কাছে আছে অর্থ সে মনে করে আমিই দেশের রাজা,
এ দেশের হাজারো নারী ধর্ষন হয়, অর্থের মোহে পড়ে প্রভাবশালীর হয়না কোন সাজা।

যার কাছে অর্থ আছে তার কদর আছে হোক না সে মূর্খ,
শিক্ষিত লোক সমাজের কীট যদি না থাকে অর্থ।