যশোরঃ যশোরের শার্শায় কাভারভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় হাসিব (২০) ও রফিকুল (২৬) নামে অপর দুই যুবক আহত হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার বেলতলা আম বাজারে।
নিহত সৌরভ মন্ডল (২৫) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ২ নং সদুুল্লাপুর ইউনিয়নের সুকদেব মন্ডলের ছেলে। আহত হাসিব (২০) ও রফিকুল (২৬) একুই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌরভ মন্ডল, হাসিব ও রফিকুল তিনজনই বেলতলা আম বাজারে শ্রমিক হিসাবে কাজ করতো। গতকাল শুক্রবার রাত ১০ সময় তারা মিন্টুর আমের আড়তের সামনে পাকা রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে যাচ্ছিল। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি কাভারভ্যান (ট্রাক) তিনজনকে সজরে ধাক্কা দেয়। এসময় সৌরভ মন্ডলের মাথায় গুরুতর আঘাত পেলে তার মাথা ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। বাকী দুই যুবক হাসিব ও রফিকুল আহত হয়। তাদের দুজনের শরীরে বিভিন্ন জায়গায় কেটেকুটে গেছে। তারা স্থানীয় ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
অপর একটি সূত্র বলছে, যশোর সাতক্ষীরা মহাসড়কের পাশে বেলতলা আম বাজার গড়ে ওঠার কারণে’ ও সড়কে কয়েকটি স্থানে বড় বড় গর্ত হওয়ার কারণে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। যে কারণে সড়কে ছোট বড় দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। তবে’ এ সময় চালক কৌশলে পালিয়ে গেছে, নিহতের মরদেহের সুরুতহাল রিপোর্ট শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho