মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষট হয়েছে।
শনিবার বিকেল তিনটায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পুটাইল ইউনিয়ন পরিষদ এই বাজেট সভার আয়োজন করে।
পুটাইল ইউপি সচিব মো: জয়নাল আবদিন মিন্টু
আনুষ্ঠানিকতার মাধ্যমে ২০২৫-২০২৬- ইং অর্থ বছরের এক কোটি ২৯ লক্ষ ৬০ হাজার টাকার উন্মুক্ত এবাজেট ঘোষণা করা হয়। যা গত বাজেটের চেয়ে ১৭ লক্ষ ১৩ হাজার ২০৫ টাকা বেশী। এবারে সর্বোচ্ছ বাজেট রাখা হয়েছে যোগাযোগ খেত্রে ৬৪ লক্ষ ৯৫ হাজার টাকা।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রিক্তা খাতুন সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক পুটাইল ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি মোঃ আবুল বাসার আব্বাসী,বিএনপি পুটাইল ইউনিয়ন শাখার সহ- সভাপতি ও ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া ও বিএনপি নেতা আতোয়ার রহমান মুল্লুক।
এসময় উপস্থিত ছিলেন, পুটাইল ভূমি উপ-সহকারী মোঃ শহিদুল ইসলাম,ডা. মোঃ রফিকুল ইসলাম শুকুর উপ-সহকারী মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র পুটাইল, লেমুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইকেল, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী মোঃ মুক্তার হোসেন,
পি সদস্য আব্দুর রহমান, আবুল কালাম আজাদ, চিত্তরঞ্জন, সালমা আক্তার, ওমর আলী, শাহিনুর রহমান, রুভিয়া পারভিন,জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত বাজেটে সন্তষ্ট প্রকাশ করে বক্তারা বলেন,প্রকাশিত বাজেটটি যেন লোক দেখানো না হয়। বরাদ্ধকৃত অর্থ যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তবে পুটাইল ইউনিয়ন হয়ে উঠবে একটি উন্নয়নের রুলমডেল।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho