বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আরুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল ২৪ মে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভাটি অনুষ্ঠিত হয় আরুয়া ইউনিয়নের একটি অস্থায়ী কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হালিম মোলা। প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আনিস এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা। দিদারুল ইসলাম দিপু সভাপতি বাংলাদেশ তাঁতী দল শিবালয় উপজেলা শাখা
এছাড়াও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, দেশের জনগণ বহুদিন ধরে দুঃশাসন ও নিপীড়নের শিকার। এখন সময় এসেছে পরিবর্তনের।
প্রধান অতিথি সত্যেন কান্ত পন্ডিত বলেন, "আমরা এতদিন জুলুম-অত্যাচার সহ্য করেছি। কিন্তু জালিমদের দিন শেষ। তারেক রহমান যে ৩১ দফা উপস্থাপন করেছেন, তা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা আমরা জনগণের মাঝে সর্বদা এই দফাগুলো প্রচার করছি।"
শিবালয় উপজেলা কৃষক দলের সভাপতি মো. আনিসুর রহমান আনিস বলেন, " ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিগ্রস্ত নীতির কারণে কৃষকরা উৎপাদনের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। জনাব তারেক এই দফাগুলো বাস্তবায়ন হলেই কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবে।"
শিবালয় উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা বলেন, "আমরা বহু বছর ধরে অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথা বলেছি। এই জন্য আমাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে, জেল-জুলুম ভোগ করতে হয়েছে। কিন্তু তবুও আমরা দমে যাইনি। কারণ আমরা বিশ্বাস করি, জনগণের পক্ষে অবস্থান নেওয়া অপরাধ নয় – এটি একটি দায়িত্ব।"
তিনি আরও বলেন, "তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক রূপরেখা নয়, এটি একটি জাতীয় রূপান্তরের পথনির্দেশ। এই দফাগুলোর মধ্যে রয়েছে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, বিচার বিভাগে স্বাধীনতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, কর্মসংস্থানের ব্যবস্থা এবং আইনের শাসন প্রতিষ্ঠা। বিশেষ করে তরুণ সমাজের জন্য কর্মসংস্থান ও আইটি খাতের উন্নয়ন নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা এতে উল্লেখ আছে, যা আমাদের ভবিষ্যৎকে আলোকিত করতে পারে।"
"আমরা প্রতিদিন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন করছি, লিফলেট বিতরণ করছি, উঠান বৈঠক করছি। আমাদের একটাই লক্ষ্য—এই বার্তা যেন ঘরে ঘরে পৌঁছে যায় এবং মানুষ জেগে উঠে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়।"
সাবেক যুগ্ন আহবায়ক শিবালয় উপজেলা ছাত্রদল নেতা শাহরিয়ার দীপু বলেন, "এই আন্দোলন শুধু একটি দলীয় ইস্যু নয়, এটি গণমানুষের অধিকারের প্রশ্ন। আমরা তরুণরা ঐক্যবদ্ধভাবে এই প্রচারে কাজ করছি।"
বক্তারা আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি নতুন রাষ্ট্র গঠনের রূপরেখা। তাই আগামী দিনের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho