
মানিকগঞ্জেঃ মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনারের মধ্যদিয়ে শুরু হয়েছে তিনদিন ব্যপি ভূমি মেলা-২০২৫।
আজ (২৫ মে-রবিবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মানিকগঞ্জ বালিকা বিদ্যালয় সড়ক পদক্ষিন শেষে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ‘ভূমি সেবা অটোমেশন বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ- নকশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানেয়ার হোসেন মোল্লা ( যুগ্ন সচিব) । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী।
সহকারী কমিশনার ভূমি রিক্তা খাতুনের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সিদ্দিকী হাশেম মাষ্টার।
বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করতে সরকার নানামুখী কার্যক্রম গ্রগণ করেছে। সেবা গ্রহীতাদের সেবা নিশ্চিত করতে সেবা প্রদানকারী ব্যক্তিকে আন্তরিক হওয়ার পাশাপাশি সেবা গ্রহীতাদের অধিকার ও সেবাসমূহ সম্পর্কে সচেতন হতে হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খান, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, থানার অফিসার ইন চার্জ (ওসি) এস এম আমান উল্লাহ প্রমুখ।