নারায়ণগঞ্জঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির আলোচনা সভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি ( জাপমাস) এর উদ্যােগে গতকাল ২৪ মে ২০২৫, শনিবার বিকেল ৫ টায় ঢাকার তোপখানা বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সেমিনার হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির উদ্যোগে নজরুলের সৈনিক জীবন : বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ।
সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি সাংবাদিক প্রাবন্ধিক গবেষক আতিক আজিজ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক আসলাম সানী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক, কবি আরিফ মঈনুদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার এম আর মনজু, অধ্যাপক মানিক চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক হালিমা বেগম, বিশিষ্ট আইনজীবী মো: ইয়ারুল ইসলাম প্রমুখ।
ছড়াকার টিমুনী খান রীনোর সঞ্চালনায় আলোচনা ও কবিতা পাঠ করেন জাপমাস এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমএম কামাল, ছড়াকার ফুটবল কোচ চান মিয়া চান্দু, কবি সাংবাদিক পরিবেশবিদ ইয়াকুব কামাল, কবি ও সাংবাদিক আফসার আশরাফী, মানবাধিকারকর্মী ডা: রফিকুল ইসলাম, মানবাধিকারকর্মী মো: নজরুল ইসলাম, মানবাধিকারকর্মী ও বিশিষ্ট সমাজসেবক শ্রী নারায়ণ রায় বাবু, মানবাধিকারকর্মী ও সাংবাদিক মামুন মিয়া, সাংবাদিক তোফাজ্জল হোসেন, মানবাধিকারকর্মী বাবুল মিয়া, সাংবাদিক মানবাধিকারকর্মী হামিদুর রহমান হীরা, জাপমাস এর পরিচালক আছিবুর রহমান চঞ্চল, মানবাধিকারকর্মী ও সাংবাদিক পপি, কবি নিঝুম, সাংবাদিক মানবাধিকারকর্মী রায়হান জমাদ্দার, সাংবাদিক মানবাধিকারকর্মী গোলাম সাকলাইন প্রমুখ।
অনুষ্ঠানে নজরুলের সৈনিক জীবন : বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি ( জাপমাস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অনুষ্ঠানের সভাপতি কবি সাংবাদিক প্রাবন্ধিক গবেষক আতিক আজিজ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho