বিজিএমইএ নির্বাচনকে সামনে রেখে গার্মেন্টস শিল্পের কাঙ্ক্ষিত রূপান্তরের রূপরেখা উপস্থাপন করেছে ‘ফোরাম’ প্যানেল। শিল্পের সময়োপযোগী সমস্যা ও সম্ভাবনার কথা বিবেচনায় রেখে কার্যকর পরিকল্পনা ঘোষণা করেছে প্যানেলটি। ফোরাম-এর প্রার্থী ও সেতারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসেফ কামাল পাশা বলেছেন, নেতৃত্ব মানেই প্রতিশ্রুতি নয়—নেতৃত্ব মানে হলো দায়িত্ব ও বাস্তব পরিকল্পনার মাধ্যমে রূপান্তরের পথ দেখানো।
তিনি বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পের জন্য এখন একটি পৃথক মন্ত্রণালয় সময়ের দাবি। এই খাতকে আরও এগিয়ে নিতে, সমস্যা দ্রুত সমাধানে ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এটি অত্যন্ত জরুরি।
ফোরামের পরিকল্পনার মধ্যে রয়েছে: নতুন উদ্যোক্তা ও এসএমইদের জন্য সহজ ঋণ, প্রশিক্ষণ ও বাজার সংযোগ; কাস্টমস প্রক্রিয়ার অটোমেশন; শ্রমিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ; পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা; ক্রেতার আস্থা অর্জন ও নতুন বাজার সম্প্রসারণ; বিজিএমইএ-এর ইউনিভিকোড ও ডাটাবেসের আধুনিকায়ন; প্রকৃত রপ্তানিকারকদের সদস্যপদ নিশ্চিতকরণ; সরকারি সহায়তা বৃদ্ধি; নির্বাচিত প্রতিনিধিদের কার্যকর ভূমিকা; শিল্পজোনভিত্তিক ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল; ক্লাস ৩ শিল্পের জন্য এক্সিট পলিসি এবং আন্তর্জাতিক নীতির পরিবর্তনের সঙ্গে অভিযোজন।
আসেফ কামাল পাশা বলেন, আমরা বিশ্বাস করি, যেকোনো পরিবর্তন শুরু হয় সঠিক নেতৃত্ব থেকে। আমাদের প্রতিশ্রুতি শুধু কথা নয়—এগুলো বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা।
তিনি আরও বলেন, “আপনার একটি ভোট আমাদের শিল্পকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারে। আসুন, আমরা সবাই মিলে উন্নয়নের এই যাত্রায় ফোরামের পূর্ণ প্যানেলকে জয়যুক্ত করি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho