
ঢাকাঃ বকেয়া বেতনের দাবিতে এবি এ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ করেছে। পরে কিছু সময় তারা সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখে।
সোমবার (২৬ মে) সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ করে।
শ্রমিকরা জানায়, গত দুই মাসের ২৫ শতাংশ বেতন কারখানায় কর্মরত শ্রমিকদের এখনো বকেয়া আছে। এছাড়া কারখানার স্টাফদের দুই মাসের সর্ম্পুন বেতন দেয়নি কারখানা কৃর্তপক্ষ। এসময় শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সড়ানো হয়েছে। সমাধানের জন্য এখন মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি।