মানিকগঞ্জঃ সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী ফ্যাসিস্ট মমতাজ বেগমকে হত্যা মামলার নিয়মিত হাজিরা দিতে কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮ টার দিকে তাকে কাশেমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে আনা হয়। এসময় আদালত চত্বরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কোর্ট পুলিশ ইন্সপেক্টর আবুল খায়ের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে মমতাজ বেগমকে দুপুরের দিকে মানিকগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের একটি হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর, চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho