
মানিকগঞ্জেঃ মানিকগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ( বুধবার ২৭ মে) সকাল দশটায় মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সিভিল সার্জন কার্যালয় থেকে শুরু হয়ে মানিকগঞ্জ সদর হাসপাতাল পদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা পুষ্টি কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ খুরশীদ আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম, জেলা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।