
যশোরঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া মহিলা আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের নবগঠিত এডহক কমিটির পরিচিতি উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টার সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, কর্তৃক অনুমোদি এ এডহক কমিটির পরিচিতি সভা উক্ত প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়।
এর আগে ঐ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা প্রথমে নবগঠিত এডহক কমিটির সভাপতি তৌহিদ হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে ওই কমিটির অভিভাবক সদস্য আশাদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি গোলাম সরোয়ার ও সদস্য সচিব ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল বাসারকে ও বরণ করে নেওয়া হয়।
এ সময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।